হার্টবিট ডেস্ক
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স’র (বিসিপিএস) অধীনে এফসিপিএস (পেডিয়াট্রিকস) প্রথম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ওরিয়েন্টেশন কোর্সে অংশ গ্রহণের উদ্দেশ্যে রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান করা হয়েছে। আগামী ১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এ ওরিয়েন্টশন কোর্স চলবে।
শনিবার (১৩ আগস্ট) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক ডা. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘বিসিপিএসে এফসিপিএস (পেডিয়াট্রিকস) প্রথম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ওরিয়েন্টশন কোর্স আগামী ১ সেপ্টেম্বর হতে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ২টা পর্যন্ত কলেজের ব্লক-সি ভবনে অনুষ্ঠিত হবে।’
এতে আরও বলা হয়, ‘কোর্সে অংশগ্রহণের উদ্দেশ্যে রেজিস্ট্রেশন করার জন্য ‘সচিব,বিসিপিএস’ বরাবর তিন হাজার টাকা UCBL & DBL ব্যাংকে জমা দিয়ে ব্যাংকের জমা রশিদের স্ক্যান কপি বিসিপিএসের ওয়েবসাইটে আপলোড করে আগামী ২৮ আগস্ট ২০২২ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।’
প্রসঙ্গত, কলেজের হিসাব বিভাগেও ২৮ আগস্ট, ২০২২ বেলা ২টা পর্যন্ত সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে।
Discussion about this post