ক্যারিয়ার ডেস্ক
রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রার পদে চিকিৎসক নিয়োগ দেবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। আজ শনিবার (১৩ আগস্ট) বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। গতকাল বিএমডিসি থেকে জানানো হয়েছে।’ এদিকে বিএমডিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএমডিসি নিম্নবর্ণিত পদসমূহে জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত শর্ত অনুসরণ করে দরখাস্ত করতে হবে।’
পদের নাম: রেজিস্ট্রার
বেতন: জাতীয় বেতন স্কেল তৃতীয় গ্রেড (৫৬৫০০-৭৪৪০০)।
বয়স: বয়স অনুর্ধ্ব ৫০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত নূন্যপক্ষে এমবিবিএস ডিগ্রি। স্নাতকোত্তর ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: সরকারি, স্বায়ত্বশাসিত বা আধা সরকারি সমমানের প্রতিষ্ঠান প্রশাসনিক কাজে ১০ বছরের অভিজ্ঞতাসহ গ্রেড ৯-৩ কর্মকর্তা হিসাবে ১৯ বছর চাকরির অভিজ্ঞতা, যার মধ্যে গ্রেড-৪ পদে ন্যূনপক্ষে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা অতিরিক্ত রেজিস্ট্রার বা সমমান ও উপ-রেজিস্ট্রার বা সমমান উভয় পদে একত্রে ন্যূনপক্ষে নয় বছর চাকরির অভিজ্ঞতা যার মধ্যে অতিরিক্ত রেজিস্ট্রার সমমান পদে ন্যূনপক্ষে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: সহকারী রেজিস্ট্রার
বেতন: জাতীয় বেতন স্কেল সপ্তম গ্রেড (২৯০০০-৬৩৪১০)।
বয়স: বয়স অনুর্ধ্ব ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত নূন্যপক্ষে এমবিবিএস ডিগ্রি। স্নাতকোত্তর ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: সরকারি, স্বায়ত্বশাসিত বা আধা সরকারি সমমানের প্রতিষ্ঠান প্রশাসনিক কাজে দুই বছরের অভিজ্ঞতাসহ গ্রেড ৯-৭ কর্মকর্তা হিসাবে চার বছর চাকরির অভিজ্ঞতা। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
Discussion about this post