হার্টবিট ডেস্ক
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস উপলক্ষে সাত দিনব্যাপী রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছে। শনিবার (১৩ আগস্ট) বার্ন ইনস্টিটিউটের আউটডোরের দ্বিতীয় তলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রোগিদের বিনামূল্যে চিকিৎসার কার্যক্রম শুরু করেন প্রতিষ্ঠানটির সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ (১৩ আগস্ট) থেকে আউটডোরে শুরু হয়েছে ৭ দিনব্যাপী রোগীদের ফ্রি চিকিৎসা। আমি নিজেই সকাল থেকে দুপুর পর্যন্ত রোগী দেখেছি।
এছাড়া ঠোঁট কাটাসহ অন্যান্য দগ্ধ রোগীদের চিকিৎসা দেওয়া হবে বিনামূল্যে। এই সাত দিন রোগীদের ফ্রি চিকিৎসার জন্য সাতজন অভিজ্ঞ চিকিৎসকের নাম দিয়ে রোস্টার তৈরি করা হয়েছে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন বার্ন ইনস্টিটিউট। মাসব্যাপী থাকছে কালো ব্যাচ ধারণ ও ১৫ আগস্টে থাকবে নানা রকম কর্মসূচিসহ রোগীদের দেওয়া হবে উন্নত মানের খাবার।
Discussion about this post