হার্টবিট ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ইন্টার্ন চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেনের উপর অতর্কিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা মেডিকলে কলেজ ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)।
আজ বুধবার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, গত ৮ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কিছু কতিপয় বিপদগামী শিক্ষার্থী ইন্টার্ন চিকিৎসক পরিষদের সদস্য ডা. সাজ্জাদ ওপর হামলা করে। হামলায় জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দিবে ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
বক্তারা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। সুতরাং আজকের মধ্যে অপরাধীদের শনাক্ত করতে না পারলে, আগামীকাল থেকে কর্মবিরতিতে যাবো।
ভবিষ্যতে যেন কেন্দ্রীয় শহীদ মিনারের মতো জায়গায় আর কোন শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ ধরনের ভোগান্তির শিকার না হন। তাই এ বিষয়ে প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে ইচিপ।
এর আগে, ইচিপ হামলার প্রতিবাদ স্বরুপ ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক ও উপ-পরিচালক ডা. মো. আশরাফুল আলমের নিকট লিখিত প্রতিবাদলিপি প্রদান করেছে। একইসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভাইস-চ্যান্সেলরের (ভিসি) নিকট প্রতিবাদলিপি প্রদান করেছে।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. মহিউদ্দিন জিলানী, সাধারণ সম্পাদক ডা. মো. মারুফ উল আহসান ও ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সকল সদস্যবৃন্দ। আর সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলেন ঢামেক সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম।
Discussion about this post