হার্টবিট ডেস্ক
চাকরির বয়স শেষ হওয়ায় অবসর গ্রহণ করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। গত ৭ আগস্ট সরকারি চাকরি থেকে অবসরে যান তিনি।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ খসরুকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্রে বিষয়টি জানা গেছে।
গত ২৪ মার্চ গ্রেড-১ পদে (চলতি দায়িত্ব) পদোন্নতি পান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)। মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে তাঁকে বেতন কাঠামোর শীর্ষ গ্রেডে পদোন্নতির কথা জানানো হয়।
পরে গত ১৫ জুন তাকে গ্রেড-১ পদে পদোন্নতি দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য শিক্ষা বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-১ পদে পদোন্নতি প্রদান করা হলো।’
২০১৯ সালে নবগঠিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। ওই বছরের ৩০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
ডা. এনায়েত হোসেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) থেকে এমবিবিএস পাস করে ১৯৮৯ সালে ৮ম বিসিএস ক্যাডারে নিয়োগ পান।
সিওমেক হাসপাতালে দীর্ঘদিন মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এ চিকিৎসক।
২০০৩ সালে রংপুর মেডিকেল ও ২০০৭ সালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনিসটিটিউশনে পরিচালক হিসেবে নিয়োগ পান তিনি।
২০১৫ সালে স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টর (এনসিডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয় তাঁকে। পরে অতিরিক্ত মহাপরিচালক (এজিডি) পদে দায়িত্বপ্রাপ্ত হন তিনি।
পদোন্নতির পর তাকে গ্রেড-১ কর্মকর্তা হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
Discussion about this post