হার্টবিট ডেস্ক
শাহ মখদুম মেডিকেল কলেজ নিজেদের অধিভুক্ত নয় উল্লেখ করে প্রতিষ্ঠানটিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি না হতে সতর্ক করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি)। গত ৩০ জুলাই এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহা. আনোয়ারুল কাদের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিচ্ছু সকল শিক্ষার্থী এবং অভিভাবকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজশাহীস্থ শাহ মখদুম মেডিকেল কলেজ ২০১৮-১৯ শিক্ষাবর্ষ হতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোনো প্রতিষ্ঠান নয়। তবুও প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ২৪/০৭/২০২২ তারিখে রামেবি’র অধিভুক্ত প্রতিষ্ঠান দাবি করে ২০২১-২২ শিক্ষাবর্ষে (এমবিবিএস ১ম বর্ষ) ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞাপন প্রচার করেছে। বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে কেউ যদি উক্ত প্রতিষ্ঠানে ভর্তি হয়, তবে পরবর্তীতে কোনো প্রকার জটিলতা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোক্রমেই এর দায়ভার বহন করবে না।’
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ বিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post