হার্টবিট ডেস্ক
করোনার সংক্রমণ রোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দিতে সুরক্ষা অ্যাপে নিবন্ধন শুরু করেছে সরকার। আজ মঙ্গলবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ৩০ জুলাই ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার ১৫ লাখ ডোজ দেশে এসে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল জানান, আগস্ট মাস থেকে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। সব মিলিয়ে ৪ কোটি ২০ লাখ শিশু টিকা পাবে।
প্রসঙ্গত, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। তারপরই দেশটির সেন্টারস অব ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ টিকা অনুমোদনের সিদ্ধান্ত নেয়।
Discussion about this post