হার্টবিট ডেস্ক
খাগড়াছড়ি জেলার রামগড় পার্বত্য এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩০ জুলাই) সকাল ১১ টায় রামগড় ৪৩ ব্যাটালিয়নের উদ্যাগে জোনের আওতাধীন লাচারীপাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন লাচারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বিজিবি।
মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন করেন ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান, পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মনিরুজ্জামান, মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন গুইমারা বিজিবি সেক্টরের বিশেষজ্ঞ চিকিৎসক ও মেজর ডা: উম্মে হাবিবা ও মেজর ডা: সরকার রুশতী আজিজ প্রমুখ।
জানা গেছে, দূর্গম এলাকা থেকে পাহাড়ী- বাঙ্গালীদের প্রায় দুই শতাধিক দরিদ্র ও অসহায় রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
উদ্বোধন শেষে বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, সীমান্তে চোরাচালানসহ অপরাধ মুলক কর্মকাণ্ড দমনের পাশাপাশি বিজিবি অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে সেবামুলক কাজ অব্যাহত থাকবে।
Discussion about this post