হার্টবিট ডেস্ক
থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত ও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের এ-ব্লক মিলনায়তনে ‘থ্যালাসেমিয়া অ্যান ইমার্জিং ন্যাশনাল হেলথ ইস্যু: ওয়ে টু মিনিফাই’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, থ্যালাসেমিয়া একটি রক্তরোগ। বিয়ের আগের পাত্রপাত্রীর রক্ত ও চক্ষু পরীক্ষার মাধ্যমে তারা থ্যালাসেমিয়ার বাহক কিনা তা জানা সম্ভব। কারণ, বাবা-মা উভয়ই যদি মাইনাস পাওয়ারের হয়, তাদের সন্তানের চোখেও মাইনাস পাওয়ারের হবে। আর বাবা-মা দুজনে থ্যালাসেমিয়ার বাহক হলে, তাদের সন্তান ৫০% থ্যালাসেমিয়া হবে। পরবর্তীতে ওই বাচ্চার ৫০ থেকে আরও বাড়বে। এজন্য রক্ত পরীক্ষা করা খুবই জরুরি।
থ্যালাসেমিয়া প্রতিরোধে ছাত্রছাত্রীদের স্কুলে ভর্তির সময় হিমোগ্লোবিন, এমসিভি ও এমসিএইচ এই তিনটি টেস্ট নিশ্চিত করতে হবে। এজন্য প্রত্যেক উপজেলা পর্যায়ে এই টেস্টের বিষয়ে নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করলে দেশে ভবিষ্যতে এই রোগের বোঝা কমানো সম্ভব। এজন্য একটি প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
Discussion about this post