হার্টবিট ডেস্ক
শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাইলে রাজস্বখাতে অস্থায়ীভাবে ২৫৬টি পদ তৈরির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৮ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-৪ অধিশাখার) যুগ্মসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, ‘আদিষ্ট হয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইলের জন্য ২৫৬টি পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। উপরের ছকের ৪ নং কলামে নির্ধারণকৃত বেতনগ্রেড এবং ৫নং কলামে প্রদর্শিত যোগ্যতা/অভিজ্ঞতা সাপেক্ষে কার্যকর হবে।’
এতে বলা হয়েছে, ‘এ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২১ সালের ১৬ মে ০৫.০০.০০০০.১৫৯.১৫.০০২.২০-১৩০ নং স্মারক, অর্থ বিভাগের, ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের ২০২১ সালের ৬ জুনে ০৭.০০.০০০০.১৫৬.১৫.০১৩.২১-৩১২ নং স্মারক, অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের ২০২১ সালের ১৪ জুলাই ০৭.০০.০০০০.১৬৩.৪৫.০০২.২১-৭৭ নং স্মারকে প্রদত্ত সম্মতি এবং প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ১২ ডিসেম্বর অনুষ্ঠিত ২০২১ সালের ১৫তম সভার সুপারিশসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।’
এতে আরো বলা হয়েছে, ‘বিদ্যমান টিওএন্ডই- তে নতুন সুজিত পদ অন্তর্ভুক্তির পর পদগুলো অস্থায়ী হিসেবে চিহ্নিত করে টিওএন্ডই হালনাগাদ করতে হবে এবং হালনাগাদকৃত টিওএন্ডই-এর এক কপি অর্থ বিভাগে পাঠাতে হবে। উল্লিখিত কর্মকর্তা/কর্মচারীদের যাবতীয় ব্যয়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোড হতে মিটানো হবে ‘
এ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত সকল শর্ত যথাযথভাবে প্রতিপালন করতে হবে’, বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post