হার্টবিট ডেস্ক
কক্সবাজার জেলা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
আজ শুক্রবার (২৯ জুলাই) হাসপাতালের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা আককাস আলী সেখ, কক্সবাজার সদর হাসপাতালের পরিচালক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এর আগে রোহিঙ্গা শরণার্থীসহ কক্সবাজারের উখিয়া এলাকায় বসবাসকারী রোগীদের আধুনিক সুযোগ-সুবিধা ও বিশেষজ্ঞ সেকেন্ডারি চিকিৎসা সেবা প্রদানের জন্য নির্মি উখিয়া বিশেষায়িত হাসপাতালের চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
এ সময় তিনি নিজ হাতে চারটি অস্ত্রোপচার সম্পন্ন করেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পাশাপাশি কক্সবাজারের সিনিয়র সার্জনরা আরও পাঁচটি অস্ত্রোপচার করেন।
স্থানীয় জনগোষ্ঠীর চাহিদামত বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও সার্জারি এখন থেকে এই হাসপাতালে সম্ভব হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
Discussion about this post