হার্টবিট ডেস্ক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, দেশের ১ কোটি ৬০ লাখ মানুষ থ্যালাসেমিয়ায় আক্রান্ত। এ রোগ নিয়ন্ত্রণ করা না গেলে দেশের জন্য বিপর্যয় ডেকে আনবে।
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ব্লক ‘এ’ মিলনায়তনে ‘থ্যালাসেমিয়া এন ইমার্জিং ন্যাশনাল হেলথ ইস্যু: ওয়ে টু মিনিফাই’ শীর্ষক এক আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
আলোচনাসভায় তিনি স্বাস্থ্যসচিবকে থ্যালাসিমিয়া রোগ প্রতিরোধে আইন প্রণয়নের জন্য খসড়া করতে বলেন। খসড়া করা হলে তারা এটা জাতীয় সংসদে পাস করতে পারবেন। যা এ রোগ প্রতিরোধ করতে সহায়তা করবে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নিলে এ রোগ কমানো সম্ভব হবে বলেও মনে করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষ থ্যালাসিমিয়ায় আক্রান্ত। এ রোগ নিয়ন্ত্রণ করা না গেলে দেশের জন্য বিপর্যায় ডেকে আনবে। এ রোগ থেকে মুক্তি পেতে বিয়ের আগে রক্ত পরীক্ষা করাতে হবে। বাংলাদেশে প্রতি বছর প্রায় সাত হাজার থ্যালাসিমিয়ায় আক্রান্ত শিশুর জন্ম হয়। প্রতিমাসে রক্ত দেওয়ার জন্য থ্যালাসিমিয়ায় আক্রান্ত পরিবারকে অর্থনৈতিকভাবে বিপর্যয়ের শিকার হতে হচ্ছে।
করোনা পরিস্থিতি সফলতার সঙ্গে মোকাবিলা করার কথা উল্লেখ করে তিনি বলেন, করোনা মোকাবিলা করে দক্ষিণ এশিয়ায় প্রথম হয়েছে বাংলাদেশ। দেশের প্রতিটা মানুষের টিকা নিশ্চিত করেছে সরকার। এছাড়া এখন চিকিৎসাখাতের এমন উন্নতি হয়েছে যে, হৃদরোগের জন্য এখন বাইরে যেতে হয় না।
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী, সংসদ সদস্য ডা. মো. আব্দুল আজিজ, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
Discussion about this post