হার্টবিট ডেস্ক
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে পাশকৃত পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদানের জন্য ১৫৪ নার্সিং কর্মকর্তাগণকে ক্লিনিক্যাল ইন্সট্রাক্টরসহ বিভিন্ন দায়িত্ব প্রদান করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
আজ শুক্রবার (২৯ জুলাই) নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তরের উপসচিব ও পরিচালক (শিক্ষা ও শৃঙ্খল) মো. রশিদুল মান্নাফ কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে পাশকৃত পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে ১ম ব্যাচের ০৬ মাস ব্যবহারিক প্রশিক্ষণ আগামী ৩০ জুলাই ২০২২ খ্রিঃ হতে নিম্নের ছকের ৪র্থ কলামে বর্ণিত মেডিকেল কলেজ হাসপাতাল/ জেনারেল হাসপাতাল/ জেলা সদর হাসপাতালে অনুষ্ঠিত হবে। ক্লিনিক্যাল প্রাকটিস গাইডলাইন ফর ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি অনুযায়ী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদানের জন্য ২য় কলামে বর্ণিত নার্সিং কর্মকর্তাগণকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। তাঁরা ৪র্থ কলামে বর্ণিত হাসপাতালে ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর/মেন্টর/ প্রিসেপ্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।’
আদেশে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াফারি কাউন্সিলের ২৪.৭.২২ তারিখের প্রশা-১২৪/২০২২-৬৮৫ নং স্মারক পত্র মোতাবেক এবং মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর মহোদয়ের অনুমতিক্রমে এ আদেশ জারি করা হলো।’
Discussion about this post