হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জানুয়ারি ২০২২ শিক্ষাবর্ষে এফসিপিএস সাব-স্পেশালিটি কোর্সের ১৬ চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে।
আজ বুধবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউতে সার্জারি অনুষদে জানুয়ারি ২০২২ ইং শিক্ষাবর্ষে এফসিপিএস সাব-স্পেশালিটি রিপ্রোডাকটিভ এন্ড্রোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি, ফিটো ম্যাটারনাল মেডিসিন, কলোরেক্ট্রাল সার্জারি এবং হেপাটোবিলিয়ারি সার্জারি বিষয়ে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণের নিমিত্ত নিম্নবর্ণিত নির্বাচিত বিএসএমএমইউ/সরকারি/বেসরকারি শিক্ষার্থীগণের আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক যোগদান গৃহীত হয়েছে।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন, রিপ্রোডাকটিভ এন্ড্রোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি, ফিটো ম্যাটারনাল মেডিসিন, কলোরেক্ট্রাল সার্জারি এবং হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের চেয়ারম্যান, পরিচালক (আইটি), পরীক্ষা নিয়ন্ত্রক ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব ও অতিরিক্ত রেজিস্ট্রারদ্বয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post