হার্টবিট ডেস্ক
দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৩১ চিকিৎসককে ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৬ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পার-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়ছে, ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ-৭; অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২১.০৯.২০১৬ তারিখের ২৩২ সংখ্যক পরিপত্রের অনুচ্ছেদ-(গ) (২) এবং অর্থ বিভাগের ০৫.১১.২০২০ তারিখের ০৭.০০.০০০০.১৬১.২১.০০২.১৩-১৫২ সংখ্যক স্মারকের প্রেক্ষিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিম্নবর্ণিত কর্মকর্তাগণের অনুকূলে উচ্চতর গ্রেড (৬ষ্ঠ গ্রেড) মঞ্জুর করা হলো।’
এতে আরও বলা হয়, ‘অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত ২১.০৯.২০১৬ তারিখের ২৩২ পরিপত্রের অনুচ্ছেদ-(গ)(৪) অনুযায়ী বকেয়া আর্থিক সুবিধা ১৫.১২.২০১৫ তারিখের পূর্বে প্রদান করা যাবে না।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন), পরিচালক (এমআইএস), স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের- ২ শাখার উপসচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post