হার্টবিট ডেস্ক
লিভার রোগ প্রতিরোধে বিশুদ্ধ পানি পান, নিরাপদ রক্ত পরিসঞ্চালন ও ভ্যাকসিন নেওয়া নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ বুধবার (২৭ জুলাই) বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২২ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্যাডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশন বিভাগের উদ্যোগে আয়োজিত এক র্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, লিভারের বিভিন্ন রোগ শিশুদেরও হয়। এতে অনেক শিশু মারা যায়। লিভারে বি ভাইরাস, সি ভাইরাস এমনকি ক্যান্সার পর্যন্ত হয়। চিকিৎসার মাধ্যমে শিশুদের আগে ভাগে সুস্থ করতে পারলে তারা দীর্ঘায়ু হবে। তাই এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। লিভারের সব ধরণের রোগের উন্নত চিকিৎসা রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় এই বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হবে, সেখানে লিভাররোগের সর্বাধুনিক চিকিৎসা সেবার সাথে সঙ্গে বিশ্বমানের লিভার ট্রান্সপ্ল্যান্টেরও ব্যবস্থা থাকবে।
দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ব্রিংগিং হেপাটাইটিস কেয়ার ক্লোজার টু ইউ’। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে সমাপ্ত ঘোষণা করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, প্যাডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রোকুনুজ্জামান, শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু, প্যাডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ওয়াহিদুজ্জামান মজুমদার, সহযোগী অধ্যাপক ডা. ফাহমিদা বেগম, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, উপ- রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও প্যাডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশন বিভাগের উদ্যোগে একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।
Discussion about this post