হার্টবিট ডেস্ক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণের জন্য ১৯ পদে নিয়োগ প্রদানের জন্য অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার (২৪ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জের জন্য নিম্ন বর্ণিত সেবাসমূহ বিজ্ঞ আদালতের কোন আদেশ দ্বারা বারিত না হলে নিম্নোক্ত শর্তে ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ২০১৮ অনুযায়ী সেবাকর্মী সংগ্রহের প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।’
পদের নাম
এসি মেকানিক, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, প্রজেক্টর, বাবুর্চি, সহাকারী বাবুর্চি, ম্যাসেঞ্জার, লিফট অপারেটর, ল্যাবরেটরি এ্যাটেনডেন্ট, এনিমেল এ্যাটেনডেন্ট, লাইব্রেরি এ্যাটেনডেন্ট, গেস্ট হাউজ এ্যাটেনডেন্ট, প্লাম্বার, মালি, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, আয়া, টেবিল বয় ও ডোম।
শর্তাবলী
১. আউটসোর্সিং সেবা ক্রয় সংক্রান্ত অর্থ বিভাগের ২০১৯ সালের ২৫৯ নং পরিপত্র অনুযায়ী জনপ্রতি সেবার মূল্য নির্ধারণ করতে হবে।
২. সেবাকর্মীর মাধ্যমে সেবা গ্রহণের ক্ষেত্রে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সার্ভিস কমিশনের হার ন্যূনতম ৫% হবে।
৩. আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা প্রদানকারীর সেবামূল্য সেবা প্রদানকারীর নিজ নামীয় ব্যাংক হিসাবে সেবা ক্রয়কারী কর্তৃক প্রদান নিশ্চিত করতে হবে।
৪. এ সেবা ক্রয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে।
৫. আউটসোর্সিং প্রক্রিয়ায় পরিচ্ছন্নতা কর্মীর (সুইপার) সেবা ক্রয়ের ক্ষেত্রে হরিজন সম্প্রদায়কে অগ্রাধিকার দিতে হবে।
৬. শ্রম বিধিমালা ২০১৫ এর অনুচ্ছেদ ৭নং বিধি অনুযায়ী সেবা সরবরাহকারী ঠিকাদার সংস্থার রেজিস্ট্রেশন ও নবায়নকৃত লাইসেন্স থাকতে হবে।
৭. (২২+২৫)=৪৭ (সাতচল্লিশ) জনের সেবা ক্রয়ের মেয়াদ শেষ হলে উক্ত সেবার প্রশাসনিক অনুমোদন প্রদানের পূর্বে অর্থ বিভাগের সম্মতি গ্রহণ করতে হবে।
৮. এ সেবা ক্রয়ের মেয়াদ ৩০ জুন, ২০২৩ পর্যন্ত কার্যকর থাকবে।
৯. জনবল পূরণের ১৫ কার্যদিবসের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে অবহিত করতে হবে।
Discussion about this post