হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই-২০২২ শিক্ষাবর্ষের ফেজ-‘এ’ ও ‘বি’র ক্লিনিক্যাল, মৌখিক এবং এসসিএ পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।
আজ সোমবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মেডিসিনি বিভাগ, পেডিয়াট্রিকস, ডেনটিস্ট্রি ও সার্জারি বিভিন্ন বিষয়ের পরীক্ষা বিএসএমএমইউর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আর প্লাস্টিক সার্জারি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সকল অনুষদের ডিন, অধ্যক্ষ, পরিচালক সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান ও ডেনটিস্ট্রি অনুষদের কোর্স পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post