হার্টবিট ডেস্ক
দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সেবা তত্বাবধায়কসহ বিভিন্ন পদে ৯ম গ্রেডে ২০৭ নার্সকে পদোন্নতি প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (নার্সিং সেবা-১ শাখা) উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গত ২৩ জুনের ৮০.০০.০০০০.১০৭.১২.০২৪.২১-৪৫১ সংখ্যক স্মারকের সুপারিশের পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত নার্সিং কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ২২,০০০-৫৩০৬০/-বেতনক্রমে (৯ম গ্রেডে) সেবা তত্ত্বাবধায়ক/সহকারী পরিচালক/ প্রভাষক/ জেলা পাবলিক হেলথ নার্স/ ডেপুটি নার্সিং সুপারিন্টেডেন্ট পদে পদোন্নতি প্রদান করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘এই প্রজ্ঞাপন জারির পূর্বে উপরিউক্ত কোনো নার্সিং কর্মকর্তা অবসরোত্তর ছুটিতে গমন/মৃত্যুবরণ করে থাকলে তাঁর/তাঁদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। পদোন্নতি প্রাপ্ত নার্সিং কর্মকর্তাগণ তাঁদের স্ব-স্ব কর্মস্থলে যোগদান করবেন এবং পদায়নের আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ব পদের দায়িত্ব পালন করবেন।’
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো ’, বলা হয় প্রজ্ঞাপনে।
Discussion about this post