হার্টবিট ডেস্ক
ভ্রমণ গন্তব্য হিসেবে করোনাভাইরাসের কারণে উচ্চঝুঁকিতে রয়েছে, এমন দেশগুলো একটি তালিকা তৈরি করেছে যুক্তরাষ্টের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিষয়ক প্রধান সরকারি সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। তালিকায় ভ্রমণের গন্তব্য হিসেবে বাংলাদেশকে ‘উচ্চঝুঁকিপূর্ণ’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
সোমবার (২৫ জুলাই) একইসঙ্গে আরও পাঁচটি দেশে সিডিসি নতুন করে এ সতর্কতা দিয়েছে বলে খবর প্রকাশ করছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সিডিসির ‘উচ্চঝুঁকিপূর্ণ’ তালিকায় যুক্ত হওয়া বাকি পাঁচটি দেশ হল, বসনিয়া, হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, এল সালভাদর ও হন্ডুরাস।
প্রসঙ্গত, যেসব দেশে গত ২৮ দিনে প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে ১০০ জনেরও বেশি মানুষের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে, সেসব দেশকে লেভেল ৩ ক্যাটাগরি অর্থাৎ উচ্চঝুঁকিপূর্ণ তালিকায় যুক্ত করে সিডিসি। সোমবার পর্যন্ত সিডিসির লেভেল ৩ ক্যাটাগরিতে ১২০টিরও বেশি দেশের নাম যুক্ত হয়েছে।
Discussion about this post