হার্টবিট ডেস্ক
করোনার সংক্রমণ যেন বেড়েই চলেছে । প্রায় প্রতিদিনই বাড়ছে এই হার। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১১ শতাংশ বেড়েছে এ সংক্রমণ।
শনিবার (২৩ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫১১টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ৯৪ শতাংশ। এদিন অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামের ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ১৬ জন মহানগর এলাকার এবং ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৩১৯ জন।
এর মধ্যে মহানগর এলাকায় ৯ হাজার ৫৩৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৭৮৩ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
Discussion about this post