ক্যারিয়ার ডেস্ক
দুই পদে চিকিৎসক নিয়োগ দেবে ফেনীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। সম্প্রতি প্রতিষ্ঠানটির সম্পাদক বাহার মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনীর জন্য নিম্নোক্ত পদে নিয়োগ দেওয়ার লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম: সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি, নিউরোলজি, বক্ষব্যাধি ও ইন্টারনাল মেডিসিন)।
যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন-ভাতা:
১. এমবিবিএস ও বিএমডিসি কর্তৃক নিবন্ধিত।
২. বিশেষ যোগ্যতা- এমডি, এফসিপিএস ও এমআরসিপি।
৩. মাসিক বেতন-ভাতা আলোচনা সাপেক্ষ; সর্বনিম্ন দুই লক্ষ টাকা।
৪. অফিস সময় শেষে প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস করা যাবে।
পদের নাম: আরএমও (আবাসিক মেডিকেল অফিসার)।
যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন-ভাতা:
১. এমবিবিএস ও বিএমডিসি কর্তৃক নিবন্ধিত।
২. ইনসার্ভিস শেষে চার বছর কাজের অভিজ্ঞতা।
৩. মাসিক বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে; সর্বনিম্ন ৫০ হাজার টাকা।
শর্তাবলী:
১. সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদের অনুলিপি, অভিজ্ঞতার সনদ এবং বায়োডাটা আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে। সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূলকপি দেখাতে হবে।
২. ৮ আগস্ট ২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সাধারণ সম্পাদক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজা’ঝির দিঘীর উত্তর পাড়, ফেনীর বরাবরে আবেদনপত্র পাঠাতে হবে।
৩. কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোন পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
Discussion about this post