হার্টবিট ডেস্ক
স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঔষধ প্রশাসন অধিদপ্তরের নবম গ্রেডের একাধিক পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এসব পদে মোট ২৪৯ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
বুধবার (২০ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) পরিক্ষা নিয়ন্ত্রক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।
গত ১৪ মার্চ ঔষধ প্রশাসন অধিদপ্তরে সরাসরি নিয়োগের জন্য নবম গ্রেডের ঔষধ তত্ত্বাবধায়ক (ভেট), সহকারী লাইসেন্সিং অফিসার, সহকারী জীবাণুবিদ, সহকারী জীবাণুবিদ (ভেট), সহকারী রসায়নবিদ ও সহকারী রসায়নবিদ (ভেট) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে জানানো হয়েছে, ‘লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিপিএসসি ফরম-৫এ (অ্যাপ্লিকেন্টস কপি)-সহ সিম্নোক্ত প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যাদির এক সেট আগামী ১ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত) প্রতিদিন সকাল সাড়ে ১০টা হতে বেলা আড়াইটা পর্যন্ত পরিচালক (ইউনিট-৭), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর হাতে হাতে বা ডাকযোগে জমা দিতে হবে। প্রতিটি ডকুমেন্টসের ওপর অবশ্যই রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।’
যেসব কাগজপত্র জমা দিতে হবে:
১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি।
২. অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি।
৩. বিপিএসসি ফরম-৫ এ (অ্যাপ্লিকেন্টস কপি)।
৪. সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে ইস্তফাদানকারী অথবা অপসারিত ব্যক্তিদের ক্ষেত্রে ইস্তফাপত্র গ্রহণ অথবা অপসারণ আদেশের সত্যায়িত ফটোকপি।
৫. সরকারি/আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্রের সত্যায়িত কপি।
৬. আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবর্তিত হলে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে প্রামাণ্য সনদের সত্যায়িত কপি।
৭. লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি।
৮. তিন কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি।
৯. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ সার্কুলার অনুযায়ী মুক্তিযোদ্ধার বয়সের প্রমাণপত্র/ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে)।
১০. প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক জারিকৃত প্রতিবন্ধী সনদ/পরিচয়পত্রের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
১১. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
১২. নাগরিকত্বের সনদের সত্যায়িত কপি।
এতে আরো বলা হয়েছে, ‘কোনো প্রার্থী ১ আগস্ট থেকে ৮ আগস্টের মধ্যে (সাপ্তাহিক ছুটির দিন ছাড়া) পরিচালক (ইউনিট-৭) বরাবর বিপিএসসি ফরম-৫এ (অ্যাপ্লিকেন্টস কপি) সহ প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যাদি জমা দিতে ব্যর্থ হলে তাঁর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। কোনো প্রার্থীর সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।’
প্রকাশিত ফলাফলে যুক্তিসঙ্গত কোনো কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে’, বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
লিখিত পরীক্ষার ফলাফল কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
Discussion about this post