হার্টবিট ডেস্ক
বাংলাদেশ ডক্টরস’ ফাউন্ডেশনের (বিডিএফ) ২০২২-২৩ সেশনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিডিএফ’র গভর্নিং বডির সদস্য ডা. নিরুপম দাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়।
এতে সহ-সম্পাদক করা হয়েছে-ডা. এস এম খালেদ আমিন, ডা. হাফসা আক্তার, ডা. মো. নাফিউল আলম, ডা. শফি আরমান রিফাত, ডা. রাজিলুর রাশেদ, ডা. নাসিম রেজা, ডা. নারায়ন চন্দ্র রায়, ডা. তানজিদা রুবাইয়াত লায়লা, ডা. মলয় কৃষ্ণ বিশ্বাস, ডা. ইফফাত সাইফুল্লাহ, ডা, অভিজিৎ (গোস্বামী), ডা. সুনন্দ সেন, ডা. ইমতিয়াজ আহমেদ খান, ডা. সৈয়দ মোহাম্মদ মূসা, ডা. কানিজ ফাহমিদা, ডা. মো. মোহাইমিনুল ইসলাম নাঈম, ডা. হাসান ইকবাল শোভন, ডা. আহসান উল্লাহ সজল, ডা. কামরুল হাসান সরকার, ডা. মো. আবদুল্লাহ জুবায়ের, ডা. মেহেরুল রিজওয়ান অমি, ডা. রায়হান মাহমুদ, ডা. সাফিয়া আক্তার বিথি, ডা. সাকিয়া হক, ডা. তাহসিন তাবাছুম, ডা. নবনীতা দাস বেথী, ডা. স্নেহা পাল ও ডা. রেদোয়ান মাহমুদ রেজাকে।
কার্যকরী সদস্য করা হয়েছে-ডা. মনিরুামান শাহীন ডা. সালাহউদ্দীন মামুন, ডা. আবু জার গাফফার, ডা. জিয়াউল বারি, ডা. মোহাম্মদ কামরুজামান, ডা. সৈয়দ আতিকুর রহমান, ডা. খন্দকার মাহমুদুল হক সানী, ডা. নিলয় কুমার পাল, ডা. নিগার সুলতানা, ডা. আতিকুর রহমান, ডা. মর্তুজা আল মামুন, ডা. নুজহাত আফরোজ, ডা. ইসাবেলা কবির, ডা. চেীধুরী সুজয় বড়ুয়া, ডা. হাসানুল ইসলাম আকাশ, ডা. তোজাম্মেল হোসেন লিমন, ডা. ফাহিম ফয়সাল কল্লোল. ডা. নাজমুন নাহার ও ডা. তাসনুভা মারিয়া ঈশিতাকে।
কমিটিতে দপ্তর সম্পাদক করা হয়েছে ডা. আলাউদ্দিন আহমেদকে, সমাজসেবা সম্পাদক ডা. রাজীব দে, গবেষণা ও জার্নাল বিষয়ক সম্পাদক ডা. প্রত্যয় হাসান, সেমিনার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ডা. ফয়সাল আরিফ চৌধুরী, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. মাহবুবুর রহমান রাজিব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. সালেহীন সাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডা. শ্রী শিব শংকর দেবনাথ দেবু, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. আহমেদ রিজোওয়ানুল আনোয়ার মাশরেফী, স্বাস্থ্ বিষয়ক সম্পাদক ডা. মোস্তাক আহমেদ অপু, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা. ইসরাত জাহান রিপা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. নুরুল আলম সিদ্দিকী পাভেল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ডা. জ্যোতির্ময় দাস, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. আসিফ ইমতিয়াজ, প্রকাশনা সম্পাদক ডা. মসিউর রহমান আদেল ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. ইসমে আজম তালুকদার।
এর আগে গত ২৮ জুন চেয়ারম্যান ও মহাসচিবসহ কমিটির ২৮ জন সদস্যের নাম ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান ও মহাসচিব পদে মনোনীত হয়েছেন যথাক্রমে ডা. শাহেদ রফি পাভেল ও অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ।
ভাইস চেয়ারম্যান পদে অনুমোদন দেওয়া হয়েছে ২০ জনকে। এ ছাড়া যুগ্ম মহাসচিব পদে তিনজন ও সাংগঠনিক সম্পাদক পদে অনুমোদন দেওয়া হয়েছে তিনজনকে।
ভাইস চেয়ারম্যান হলেন যারা-ডা. ফারহান মতিন, ডা. ফজলে এলাহী খান, ডা. জয়নাল আবেদীন টিটু, ডা. হাবিব রহমান, ডা. আশফাকুর রহমান মামুন, ডা. সফিউর রহমান, ডা. রাশেদ আহমেদ শিপার, ডা. সায়েমুল হুদা, ডা. এ এস লুৎফুল কবির, ডা. ফারহানা ফারুক তন্দ্রা, ডা. মিথিলা ফেরদৌস, ডা. মেরিনা আরজুমান্দ, ডা. ইলোরা ইসহাক, ডা. আলি আবরার, ডা. আবু কায়েস, ডা. রাজীব আহমেদ চৌধুরী, ডা. নীলাদ্রি হোর পার্থ, ডা. আসিফ আদনান, ডা. আবু নাসের মো. কিবরিয়া ও ডা. নীহার রঞ্জন দাস।
যুগ্ম মহাসচিব পদে ডা. কাজী মো. সালেহীন তৌহিদ, ডা. আব্দুল আলিম জুয়েল ও ডা. শাকিল সারোয়ারকে অনুমোদন দেওয়া হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে ডা. সাইমা আলমগীর, ডা. মুনীবুর রহমান জুয়েল ও ডা. মিলি দেকে মনোনীত করা হয়েছে।
Discussion about this post