হার্টবিট ডেস্ক
বন্যার কারণে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ৫৮৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত বেড়ে ২১ হাজার ৮৪৩ জনে দাঁড়িয়েছে।
আজ বুধবার (২০ জুলাই) বিকেলে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বুধবার পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে ১২৬ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৪৩ জন। বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৫ জন। আর মৃত্যু হয়েছে একজনের। আরটিআইয়ে (চোখের রোগ) আক্রান্ত হয়েছেন এক হাজার ৮০ জন। তবে এতে কারও মৃত্যু হয়নি। বন্যার সময়ে বজ্রপাতে আক্রান্ত ১৬ ও মৃত্যু হয়েছে ১৫ জনের। সাপে কেটেছে ৩০ জনকে। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আর পানিতে ডুবে আক্রান্ত ৭৬ এবং মৃত্যু হয়েছে ৯৬ জনের। চর্মরোগে আক্রান্ত দুই হাজার ৫৭৩ এবং চোখের প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়েছেন ৩৭৬ জন। এদিকে আঘাতপ্রাপ্ত হয়ে আক্রান্ত হয়েছেন ৫৮৫ জন এবং অন্যান্য কারণে আক্রান্ত হয়েছেন চার হাজার ৬৯ জন।
এতে আরও বলা হয়েছে, গত ১৭ মে থেকে ২০ জুলাই পর্যন্ত বন্যায় ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ১২ জন ও সিলেট বিভাগে ৭২ জন ও ঢাকা বিভাগে একজনসহ মোট ১২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ময়মনসিংহ বিভাগে তিন হাজার ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৯৪ জন, রংপুর বিভগে দুই হাজার ৬৩ জন, সিলেট বিভাগে ১৬ হাজার ১৩ ও ঢাকা বিভাগে ১২৮ জনসহ মোট ২১ হাজার ৮৪৩ জন আক্রান্ত হয়েছেন।
Discussion about this post