হার্টবিট ডেস্ক
সরকারি প্রতিষ্ঠানে ২০২১-২২ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ১ম মাইগ্রেশনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। ১৯-২৬ জুলাই দুপুর ২টা পর্যন্ত আবেদন করা যাবে।
সম্প্রতি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সদস্য সচিব, কেন্দ্রীয় ভর্তি কমিটি ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) রাশিদা আক্তার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
মাইগ্রেশনের জন্য আবেদন প্রক্রিয়া
১. ভর্তিকৃত প্রতিষ্ঠানের গোপনীয় ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বিএনএমি ডাটাবেসে (bncdb.bnmc.gov.bd) প্রবেশ করে Student Management অপশনে প্রবেশ করে Student Migration Application অংশে ক্লিক করতে হবে।
২. পরবর্তী ধাপে প্রতি শিক্ষার্থীর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করলে ফরমে প্রবেশ করে সর্বোচ্চ চারটি প্রতিষ্ঠান পছন্দক্রম দেওয়া যাবে, প্রতিষ্ঠান পছন্দক্রমের ক্ষেত্রে কোডঃ ১০১-১১৩ বিএসসি ইন নার্সিং, কোডঃ ২০১-২৪৬ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও কোডঃ ৩০১-৩৬২ ডিপ্লামা ইন মিওয়াইফারি কোর্সের প্রতিষ্ঠান।
৩. চারটি প্রতিষ্ঠান পছন্দক্রম ও Priority দিয়ে সাবমিট করলে ফরম প্রিন্ট হবে যা অভিভাবক এবং প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সীলমোহরসহ প্রতিষ্ঠান হতে আবেদনকৃত সকল শিক্ষার্থীর তালিকাসহ আগামী ২৬ জুলাইয়ের মধ্যে bnmc.admission@gmail.com ইমেইলে প্রেরণ নিশ্চিত করতে হবে।
৪. মাইগ্রেশনের আসন বরাদ্দের ক্ষেত্রে আবেদনে প্রদত্ত কোড অনুযায়ী কোর্স ও প্রতিষ্ঠান মেধাক্রমের ভিত্তিতে নির্ধারণ করা হবে, এ ক্ষেত্রে প্রার্থী আবেদন ভুল করলে যদি মাইগ্রেশনের জন্য সুযোগপ্রাপ্ত হয় অবশ্যই নতুন নির্ধারিত প্রতিষ্ঠানে যোগদান করতে হবে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, নার্সিং ও মিওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব (নার্সিং শিক্ষা) ও সকল নার্সিং কলেজ/ ইনস্টিটিউটের অধ্যক্ষ/নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post