হার্টবিট ডেস্ক
দুরারোগ্য ব্যাধির চিকিৎসা ছাড়া কর্মকর্তাদের বিদেশ না যাওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘অর্থ বিবাগের পরিপত্রের আলোকে সকল প্রকা এক্সপোজার ভিজিট, স্টাডি ট্যুর বা এপিএ ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমন এবং ওয়ার্কশপ বা সেমিনারে অংশগ্রহণসহ সকল প্রকার বৈদেশিক ভ্রমণ বন্ধ করা হয়। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, এ বিভাগের আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর বা সংস্থার অধীনে কর্মরত কর্মকর্তাদের অর্থ মন্ত্রণালয়ের উল্লিখিত পরিপত্র যথাযথভাবে অনুসরণ না করে বিভিন্ন কারণ উল্লেখপূর্বক বহিঃবাংলাদেশ অর্জিত ছুটির আবেদন এ বিভাগে প্রেরণ করছেন।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘দুরারোগ্য রোগের চিকিৎসা বা যাদের চিকিৎসা দেশের বাইরে ছাড়া সম্ভব নয় শুধুমাত্র ওই কর্মকর্তাদের অর্জিত ছুটির প্রস্তাব মন্ত্রণালয় বা বিভাগে অগ্রায়ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
Discussion about this post