হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৪২ শতাংশ।
মঙ্গলবার (১৯ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, ১২টি ল্যাবে ৪১৮টি নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭২ জন নগরের বাসিন্দা। বাকিদের মধ্যে আনোয়ারায় একজন, রাউজানে একজন, হাটহাজারীতে দুই জন ও মিরসাইয়ের একজন রয়েছেন।
সোমবার (১৮ জুলাই) চট্টগ্রামে ৪১ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৪১২ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৬ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।
Discussion about this post