হার্টবিট ডেস্ক
সারা দেশে আজ সকাল নয়টা থেকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।
একদিনে প্রায় ৭৫ লক্ষ মানুষকে সুষ্ঠুভাবে ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে সারাদেশে প্রায় ১৬ হাজার ১৮১টি টিকাদান কেন্দ্রর (৬২৩টি স্থায়ী ও ১৫ হাজার ৫৫৮টি অস্থায়ী) কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।
ক্যাম্পেইনে একযোগে প্রায় ৩৩ হাজার ২৪৬ জন টিকাদান কর্মী ও ৪৯ হাজার ৮৬৯ জন স্বেচ্ছাসেবী কাজ করছে। ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ প্রাপ্তির চার মাস অতিবাহিত হয়েছে এরূপ ১৮ বছর ও তদুর্ধ্ব জনগোষ্ঠী বুস্টার ডোজ ও প্রথম ডোজ প্রাপ্তির নির্দিষ্ট সময় অতিবাহিত হবার পরও যারা দ্বিতীয় ডোজ গ্রহণ করেননি এরূপ ১৮ বছর ও তদুর্ধ্ব জনগোষ্ঠী দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সরকার দেশের দুর্গম অঞ্চলসমূহে বসবাসরত পিছিয়েপড়া জনগোষ্ঠী, ভাসমান জনগোষ্ঠী, নিম্ন-আয়ের জনগোষ্ঠী, পরিবহন ও কল-কারখানাসহ সকল স্তরের শ্রমিক, গর্ভবতী ও স্তন্যদানকারী নারী, স্কুল-মাদ্রাসা-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ সকল বিশেষ জনগোষ্ঠীকে করোনা টিকার আওতায় আনতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, অচিরেই দেশের ৫-১১ বছর বয়সী শিশুদেরকেও করোনা ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে।
Discussion about this post