হার্টবিট ডেস্ক
দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে নার্সদের শিক্ষক হিসেবে সংযুক্তিতে পদায়নের আদেশ পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
সোমবার (১৮ জুলাই) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপসচিব ও পরিচালক (শিক্ষা) মো. রশিদুল মান্নাফ কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, ‘প্রশাসনিক ট্রাইবুনাল-১, ঢাকার এ,টি মামলা নং ৩০১/২০২২ এর ৪-৭-২০২২ তারিখের আদেশ এবং বিজ্ঞ ট্রাইবুনালের ৭ জুলাই ১৮৭ নং স্মারকের প্রেক্ষিতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, শিক্ষা শাখার ১৩ জুলাই ৩৯১,৩৯২ ও ৩৯৩ নং স্মারকের বর্ণিত নার্স/মিডওয়াইফারি শিক্ষক হিসেবে সংযুক্তিতে পদায়নের আদেশ পুনরাদেশ না দেয়া পর্যন্ত নির্দেশক্রমে স্থগিত করা হলো। স্থগিতকৃত আদেশসমূহে বর্ণিত নার্সিং কর্মকর্তাগণ পূর্বের কর্মস্থলে বহাল থাকবেন।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, অতিরিক্ত সচিব (নার্সিং ও মিডওয়াইফারি), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা), নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও মেডিকেল কলেজ হাসপাতাল/ বিশেষায়িত হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট সকল বিভাগকে পাঠানো হয়েছে।
Discussion about this post