হার্টবিট ডেস্ক
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে এম আনোয়ার-উল-আজিম মারা গিয়েছেন। রোববার (১৭ জুলাই) দুপুর ১টায় রাজধানীর নিজ বাসভবনে মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৭ বছর।
অধ্যাপক ডা. এ কে এম আনোয়ার-উল-আজিমের মৃত্যুতে বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এ ছাড়া বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) অধ্যাপক ডা. এ কে এম আনোয়ার-উল-আজিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
অধ্যাপক ড. এ কে এম আনোয়ার-উল-আজিম ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি, ১৯৬২ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি ও ১৯৬১ সালে কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স, পাকিস্তান থেকে স্ত্রী ও প্রসূতিবিদ্যায় ফেলোশিপ অর্জন করেন। তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য (১৯৯৪-৯৫) ও বাংলাদেশ মেডিকেল জার্নাল সম্পাদকীয় পরিষদের চেয়ারম্যান (২০০৯-২০১২) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অবস্ট্রেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) আজীবন সদস্য ও সভাপতি ছিলেন।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজন ছাত্র-ছাত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Discussion about this post