হার্টবিট ডেস্ক
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন যথাক্রমে ডা. মুহম্মদ ইমরান ও ডা. মোস্তাফিজুর রহমান। ডা. ইমরান বর্তমানে ভারতে বাংলাদেশের হাইকমিশনার পদে দায়িত্ব পালন করছেন আর সুইজারল্যান্ডে জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. মোস্তাফিজ।
বুধবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ দুই মিশনে নতুন পদায়নের কথা জানানো হয়।
ডা. ইমরান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। ১৯৮৬ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দিয়ে কূটনীতিকের ক্যারিয়ার শুরু হয় ডা. ইমরানের। ভারতে দায়িত্ব পালনের আগে তিনি সংযুক্ত আরব আমিরাতে ও উজবেকিস্তানেও বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার পদেও দায়িত্ব পালন করেন ডা. ইমরান। সফল এই রাষ্ট্রদূত ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন।
অন্যদিকে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে জেনেভায় স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করে আসছিলেন পেশাদার কূটনীতিক ডা. মোস্তাফিজ। এর আগে সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব সামলেছেন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের এই কর্মকর্তা। এ ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ উইংসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
ডা. মোস্তাফিজ ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। পরবর্তীকালে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পাবলিক ইন্টারন্যাশনাল ল’ বিষয়ে মাস্টার্স এবং ফ্রান্সের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছেন মোস্তাফিজ।
Discussion about this post