হার্টবিট ডেস্ক
দেশের বিভিন্ন স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ১৪ চিকিৎসককে তৃতীয় গ্রেডে অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৭ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশে পরিপেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের ১৪ চিকিৎসককে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক শূন্য পদায়নের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হলো।’
অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া চিকিৎসকরা হলেন, রাজশাহী মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাবিহা ইয়ামমিন মনি, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অ্যান্ডোক্রাইনোলজি ডা. মো. আজিজুল হক ও অর্থপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান, জাতীয় হৃদরোগ ইউস্টিটিউটের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আতাউল হক, ময়মনসিংহ মেডিকেল কলেজের অর্থপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহ্ জওয়াহের জাহান কবির, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অর্থপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এমএইচএম আলমগীর, কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিলেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান, রংপুর মেডিকেল কলেজের অর্থপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুর রউফ, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের অর্থপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ কায়সার, জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানের (নিটোর) সহযোগী অধ্যাপক ডা. মীর হামিদুর রহমান, ডা. মো. আব্দুস সবুর ও ডা. মো. আব্দুস সালাম।
‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা প্রজ্ঞাপনে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিব, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post