হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৯ জন মারা গেছেন। এর আগে গত ৪ জুলাই একদিনে মৃত্যু ছিল ১২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৬৫৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ২১২ জন, শনাক্ত ১৯ লাখ ৯১ হাজার ৩১ জন।
মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৬১টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ।
এদিন সুস্থ হয়েছেন এক হাজার ৫৪২ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ১৫ হাজার ৮৬০ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৭৯৯টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৭৬১টি। এখন পর্যন্ত এক কোটি ৪৪ লাখ ৫৬ হাজার ৭৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৩ দশমিক ৭৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ২২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৪ জন পুরুষ, ৫ জন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৩১ থেকে ৪০ বছর, ৫১ থেকে ৬০ বছর বয়সী দুজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিন জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন। মৃত্যুবরণকারীদের ৭ জন ঢাকায়, একজন চট্টগ্রামে এবং ময়মনসিংহে ১ জন অবস্থান করছিলেন।
Discussion about this post