হার্টবিট ডেস্ক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৭৩। তাছাড়া এই বছর এখন পর্যন্ত একজন ডেঙ্গুতে মারা গেছে। এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৮৮ জন।
মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। আক্রান্তদের মধ্যে ৪২ জন ঢাকায় এবং ৩১ জন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৪১ জন রোগী ভর্তি। এর মধ্যে শুধু ঢাকায় ১০৭ জন এবং ঢাকার বাইরে ৩৪ জন ভর্তি। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪৭৭ জন রোগী ভর্তি হয়েছেন। আর ছাড়া পেয়েছেন এক হাজার ৩৩৫ জন।
Discussion about this post