হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে গত জুনে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৭ জনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (৫ জুলাই) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া চমেক হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩৬ জন্য ম্যালেরিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। একই সঙ্গে ম্যালেরিয়া আক্রান্ত রোধ ও আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস।
ম্যালেরিয়া আক্রান্তদের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ বিনামূল্যে সরকারিভাবে সংগ্রহের জন্য সরকারি-বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশনা জারি করা হয়েছে। ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তি যেখানেই চিকিৎসা নিক না কেন, তা সিভিল সার্জন অফিসকে জানানোর জন্য স্বাস্থ্যদপ্তরের সবকটি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে সিভিল সার্জন অফিস।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, গত জুন মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৭ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৮ জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়া নগর ও উপজেলা পর্যায়ে ম্যালেরিয়া আক্রান্তদের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ সরকারিভাবে বিনামূল্যে সরবরাহ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, রোগে আক্রান্ত হওয়ার আগে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া এবং সচেতনার প্রতি জোর দিতে হবে। মশার কামড় থেকে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগ ছড়ায়। সেজন্য মশার প্রজননের স্থানগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা এক দুইদিন পর পর পরিষ্কার করতে হবে। মশারি ব্যবহার করতে হবে।
Discussion about this post