হার্টবিট ডেস্ক
দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১৮৫ জনে। আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল সাতজনের।
বুধবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৭২৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জনে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫২৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ৭৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১০ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের তিনজন ও চট্টগ্রামের একজন। এদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।
Discussion about this post