হার্টবিট ডেস্ক
দেশের আট সরকারি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটের রাজস্বখাতে ৯৩৬টি নতুন পদ তৈরির প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার (০৩ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন ০৮টি সরকারি মেডিকেল কলেজের জন্য (রাজশাহী, চট্টগ্রাম, শহীদ সোহরাওয়ার্দী, স্যার সলিমুল্লাহ,সিলেট এম এ জি ওসমানী, ময়মনসিংহ, রংপুর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল) ডেন্টাল ইউনিটের রাজস্বখাতে ৯৩৬টি নতুন পদ সৃজনের প্রস্তাব নির্দিষ্ট ছক’ পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ এতদ্সংগে প্রেরণ করা হলো। প্রস্তাবটিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর সম্মতি রয়েছে (কপি সংযুক্ত)।’
এতে আরও বলা হয়েছে, ‘বর্ণিতাবস্থায় ০৮টি সরকারি মেডিকেল কলেজের জন্য ডেটাল ইউনিটের রাজস্বখাতে ১৩৬টি নতুন পদ সৃজনের সম্মতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সচিবের একান্ত সচিব, অতিরিক্ত সচিব (প্রশাসন) ও যুগ্মসচিবসহ (পার) সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post