হার্টবিট ডেস্ক
রাজধানীর ওয়ারীর বাসায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) শিশু বিভাগের চিকিৎসক অদিতী সরকার (৩৮) আগুনে দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ জুন) দুপুর সোয়া ১২টার দিকে ১০ নং হেয়ার স্ট্রিটের বাসার ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধ চিকিৎসক শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। কীভাবে আগুন লেগেছে, দগ্ধ হয়েছেন—বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দগ্ধ চিকিৎসকের স্বামী প্রকৌশলী মানস মণ্ডল জানিয়েছেন, এটি একটি দুর্ঘটনা। বাসায় কিছু দাহ্য পদার্থ ছিল, তা অদিতির পায়ে লেগে পড়ে যায়। সেখানে আগুন লাগে এবং ওই আগুনে দগ্ধ হয় অদিতি।
ডা. অদিতির স্বামী মানস মণ্ডল বলেন, অদিতী মিটফোর্ড হাসপাতালের শিশু বিভাগের রেজিস্টার হিসাবে কর্মরত। তাদের বাড়ি ঢাকার নবাবগঞ্জে। দীর্ঘদিন ধরে অদিতী শারীরিকভাবে অসুস্থ ও আপসেট ছিল। কাজ শেষে দুপুরে বাসায় ফিরে জামাকাপড় পাল্টানোর সময় পাশের রুমে হঠাৎ অতিদীর চিৎকার শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি তার শরীরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে বাথরুম থেকে পানি নিয়ে তার শরীরে ঢালি। এরপর ৯৯৯-এর মাধ্যমে একটি অ্যাম্বুলেন্স ডেকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।
Discussion about this post