হার্টবিট ডেস্ক
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে এখন পর্যন্ত বুস্টার ডোজের টিকা পেয়েছেন দুই কোটি ৮৩ লাখ ২৮ হাজার ৬৮৫ জন।
আজ বৃস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দেশে টিকা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৮৯ লাখ ৬৬ হাজার ৩৮৯ জন। এ ছাড়া দুই ডোজের টিকা পেয়েছেন ১১ কোটি ৮৮ লাখ ৪১ হাজার ৮০৭ জন মানুষ।
এদিকে বুধবার সারাদেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন আট হাজার ৮৮১ জন। এর মধ্যে পুরুষ চার হাজার ৭০৪ জন এবং মহিলা চার হাজার ১৭৭ জন। দুই ডোজের টিকা পেয়েছেন ৭৮ হাজার ৯৫২ জন। এর মধ্যে পুরুষ ৪১ হাজার ৪২৪ এবং মহিলা ৩৭ হাজার ৫২৮ জন। এ ছাড়াও একই সময়ে বুস্টার ডোজ পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ১০৬ জন। এর মধ্যে পুরুষ ৭৩ হাজার ৩৬১ এবং মহিলা ৭১ হাজার ৭৪৫ জন। এগুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা।
গত ১ নভেম্বর থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৭৩ লাখ ৩৩ হাজার ৪৩৫ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৬০ লাখ ১৬ হাজার ৭০১ জন। এ ছাড়া দেশে এখন পর্যন্ত তিন লাখ ১১ হাজার ১৮৩ জন ভাসমান জনগোষ্ঠী দুই জোজের টিকার আওতায় এসেছেন।
Discussion about this post