হার্টবিট ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা ছয় জন ছাড়পত্র পেয়েছেন। শনিবার (১৮ জুন) দুপুরে ছাড়পত্র হাতে পান তারা।
এদিন দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। ছাড়পত্র পাওয়া ব্যক্তিরা হলেন- মো. ফারুক (৪৭), ফারুক হোসেন (১৬), মঈনউদ্দিন (৩২), মাগফারুল ইসলাম (৬৫), মাসুম মিয়া (৩২) ও ফরমানুল ইসলাম (৩০)।
সামন্ত লাল সেন জানান, অবস্থার উন্নতি হওয়া এবং শঙ্কামুক্ত হওয়ায় ছয় জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে বেশ ভালো। তাদের ফলোআপ চিকিৎসার জন্য তাদের বার্ন ইনস্টিটিউটের পাশাপাশি চট্টগ্রাম মেডিক্যালের বার্ন ইউনিট ও চক্ষু বিভাগে যোগাযোগের পরামর্শ নিতে বলা হয়েছে।
সীতাকুণ্ডের ঘটনায় এখনও ১৫ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের অবস্থাও উন্নতির দিকে যাচ্ছে। রোগীদের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল রয়েছে। পুরোপুরি শঙ্কামুক্ত হলে ছাড়পত্র দেওয়া হবে।
Discussion about this post