হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নার্সিং অনুষদের অধীনে ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে নির্বাচিত প্রার্থীদেরকে আগামী ২৫ জুন গ্রাজুয়েট নার্সিং বিভাগে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (একাডেমি) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘এই বিশ্ববিদ্যালয়ে নার্সিং অনুষদের অন্তর্ভূক্ত বিএসসি ইন নার্সিং ২০২১-২২ ইং শিক্ষাবর্ষে ভর্তির নিমিত্তে র্চড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে আগামী ২৫-০৬-২০২২ ইং তারিখ সকাল ৮টায় গ্রাজুয়েট নার্সিং বিভাগে বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য বলা হলো।’
এর আগে শনিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে বিএসসি ইন নার্সিংয়ের ২৫ শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করে। এ ছাড়া ১৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন, পরিচালক (আইটি স্কেল), গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান ও বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post