হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথমবারের মতো নার্সেস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএসএমএমইউ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নওরিন আক্তার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসপাতালটির সিনিয়র স্টাফ নার্স সুজন চন্দ্র দেবনাথ।
শনিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জুয়েল। প্রধান ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত রেজিস্ট্রার মুহাম্মদ সালাহ উদ্দিন সিদ্দিক।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়া সিনিয়র স্টাফ নার্স নওরিন আক্তার পেয়েছেন ৮৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপ-সেবা তত্ত্বাবধায়ক খালেদা আক্তার। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া সিনিয়র স্টাফ নার্স সুজন চন্দ্র দেবনাথ পেয়েছেন ৯৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিনিয়র স্টাফ নার্স মোছাম্মৎ সামছুন্নাহার।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র স্টাফ নার্স মোছা নুরুন নাহার খাতুন, সহকারী-সেবা তত্ত্বাবধায়ক ঝর্ণা মন্ডল, নার্সিং অফিসার রাশিদা বেগম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র স্টাফ নার্স সাদিয়া সুমি, সিনিয়র স্টাফ নার্স বিপুলা রায়। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র স্টাফ নার্স মো. আরিফ হোসেন। সহ-সাংগঠনিক পদে সিনিয়র স্টাফ নার্স মো. বশির আহমেদ, সিনিয়র স্টাফ নার্স ইসরাত জাহান।
এ ছাড়াও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র স্টাফ নার্স মোছা. নাজনীন খাতুন, আইন বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র স্টাফ নার্স মমতাজ বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র স্টাফ নার্স সুব্রত কুমার সরকার, দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র স্টাফ নার্স জনি যোনাস টপপো, যোগাযোগ ও আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সহকারী সেবা তত্ত্বাবধায়ক মমতাজ বেগম।
স্বাস্থ্য সেবাবিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র স্টাফ নার্স মাকুসদা আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র স্টাফ নার্স শবনম নুরানী, সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র স্টাফ নার্স রোকসানা আক্তার, শিক্ষা গবেষণা ও মানবসম্পদ পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র স্টাফ নার্স লায়লাতুল ফেরদৌস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র স্টাফ নার্স ফেরদৌসী আক্তার, সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র স্টাফ নার্স সুমি হালদার, সিনিয়র স্টাফ নার্স শামীমা ইয়াছমিন, সিনিয়র স্টাফ নার্স তানিয়া খানম।
যারা সদস্য নির্বাচিত হয়েছেন তারা হলেন- সিনিয়র স্টাফ নার্স বিথী সরকার, সিনিয়র স্টাফ নার্স মিতু আলম, সিনিয়র স্টাফ নার্স মোছা. মুন্নি খাতুন, সিনিয়র স্টাফ নার্স মোসা আখতারুন নেসা, সিনিয়র স্টাফ নার্স হোসনে আরা, সিনিয়র স্টাফ নার্স মোসা জুলিয়া আক্তার, সিনিয়র স্টাফ নার্স তাসলিমা খাতুন, সিনিয়র স্টাফ নার্স সাবা খান, সিনিয়র স্টাফ নার্স আমেনা বেগম এবং সিনিয়র স্টাফ নার্স লিজা আক্তার।
এর আগে, সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ নির্বাচনে নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। নির্বাচনে পর্যবেক্ষক টিমের নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার।
Discussion about this post