হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি, তবে শনাক্ত হয়েছেন ৪৩৩ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ৩৫৭ জন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ১৩১ জন এবং শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৪২৭ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ২৭ শতাংশ।
শুক্রবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিন সুস্থ হয়েছেন ৯৩ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫ হাজার ৭১১ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৯০১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৯০৫টি। এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ১২ হাজার ১০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ২৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৬ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
Discussion about this post