হার্টবিট ডেস্ক
সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরিভিত্তিতে ১০০ টন শুকনো খাদ্য বিতরণ করবে গণস্বাস্থ্য কেন্দ্র। শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বৃহত্তর সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল ভয়াবহ বন্যায় প্লাবিত। বন্যার্তদের জন্য শুক্রবারই ঢাকা থেকে পাঁচ টন চিড়া ও এক টন গুড় সিলেটের বিশ্বনাথ উপজেলার নওধার গণস্বাস্থ্য কেন্দ্র এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালের আশপাশে গ্রামগুলোর জন্য পাঠানো হয়েছে।
শনিবার ঢাকা থেকে যাওয়া দুটি চিকিৎসক দল বন্যাকবলিত এলাকায় স্বাস্থসেবা দেবে।
আরও জানানো হয়, গণস্বাস্থ্য কেন্দ্র আগামী কয়েক দিনে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ১০০ টন চিড়া ও গুড়, বন রুটি, বিস্কুটসহ শুকনো খাদ্য বিতরণ করবে। পানি নেমে যাওয়ার পর গরিব অসহায় পরিবারদের পুনর্বাসনেও সহযোগিতা করবে।
Discussion about this post