হার্টবিট ডেস্ক
সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে দুর্ঘটনায় আহত অনেক ব্যক্তিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যার প্রেক্ষিতে হাসপাতাল ও সংলগ্ন এলাকায় রোগীর স্বজন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
ফলশ্রুতিতে হাসপাতালের অভ্যন্তরে বাথরুম সহ হাসপাতালের বাইরে প্রচুর ময়লা-আবর্জনায় ভরে যায়। এমন অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার (৭ জুন) রাতে অনুষ্ঠিত কর্মসূচিতে ২ শতাধিক স্বেচ্ছাসেবী তরুণ অংশগ্রহণ করেন। হাসপাতালের অভ্যন্তরে প্রচুর ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকায় স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা সবকিছু পরিষ্কার করে দেন।
এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। দেশের প্রতি ভালোবাসা ও সাম্প্রতিক পরিস্থিতিতে দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি।
Discussion about this post