হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রেসিডেন্সি প্রোগ্রামে ১৩ চিকিৎসককে তিন বছরের অসাধারণ ছুটির অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘এই বিশ্ববিদ্যালয়ে রেসিডেন্সি প্রোগ্রাম ভর্তিকৃত নিম্নবর্ণিত বেসরকারি রেসিডেন্টগণ ৪২তম বিসিএস এর মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেছেন বিধায়, তাঁদের আবেদনের প্রেক্ষিতে চাহিদাকৃত ছুটির তারিখ হতে ডেপুটেশন প্রাপ্তি স্বাপেক্ষে স্ব-স্ব কোর্সে ফিরে আসা পর্যন্ত কোর্স থেকে তিন বছর অসাধারণ ছুটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন করা হয়েছে।’
উল্লেখ্য, আবেদনকারী রেসিডেন্টগণকে সরকারি প্রেষাণাদেশ প্রাপ্তি সাপেক্ষে পুনরায় স্ব-স্ব কোর্সে যোগদান করতে হবে। অন্যথায় বিধি মোতাবেক তাঁদের ভর্তি বাতিল বলে গণ্য হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএসএমএমইউর বেসিক সাইন্স এন্ড প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন, সকল অনুষদের কোর্স ডাইরেক্টর, সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান ও বিএসএমএমইউর পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post