হার্টবিট ডেস্ক
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে ১ লাখ ১০ হাজারের বেশি রোহিঙ্গা শিশু ও কিশোর কোভিড-১৯ এর প্রথম ডোজের টিকা পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।
রোববার (১২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএনএইচসিআর এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও অন্যান্য মানবিক সংস্থাগুলোর সহায়তায় এই টিকা প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাউ বলেন, বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে বসবাসকারী প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর অর্ধেকেরও বেশি হচ্ছে শিশু। জাতীয় টিকাদান কর্মসূচিতে তাদের অন্তর্ভুক্ত করার মাধ্যমেই সবাইকে সুরক্ষিত রাখা সম্ভব। মাত্র এক সপ্তাহের মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী শরণার্থীদের প্রায় শতভাগকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত প্রায় ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে।
Discussion about this post