হার্টবিট ডেস্ক
নিজ নিজ জন্মদিনে রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, রক্ত দেওয়া খুবই সম্মানের বিষয়। আমরা নিজ নিজ জন্মদিনে রক্তদান উৎসবের আয়োজন করতে পারি। ১৮ বছর থেকে ৬০ বছরের মধ্যে চাইলে আমরা সবাই রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে অবদান রাখতে পারি।
মঙ্গলবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের সামনে বিশ্ব রক্তদাতা দিবস-২০২২ উপলক্ষে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শারফুদ্দিন আহমেদ বলেন, আমরা মানুষের জীবন বাঁচানোর জন্য কাজ করি। এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত যারা রয়েছেন তারা দিন রাত পরিশ্রম করে মানুষরে জীবন বাঁচিয়ে চলেছেন। জীবন বাঁচানোর একটি অংশ হলো রক্তদান। বছরে তিন বার রক্ত দিলেও কোনো সমস্যা হয় না বরং রক্ত সঞ্চালন ভালো থাকে।
তিনি বলেন, মেয়েরা অনেকটা রক্তশূন্য হলেও মারা যায় না। কারণ, তারা মেনুস্ট্রাল সাইকেলের জন্য এ বিষয়ে এডাপ্ট হয়ে যায়। পুরুষ যদি বছরে তিন বার রক্ত দান করেন তারাও শারীরিকভাবে এডাপ্টেশন হয়ে যায়। রক্ত দিলে ক্ষতি হয় না বরং লাভ হয়। রক্তাদানে মানুষ সদকায়ে জারিয়া পায়।
উপাচার্য বলেন, মানুষের জীবন বাঁচাতে যে মহান ব্যক্তি প্রথম রক্ত দিয়েছিলেন সেদিন হিসেবে প্রতিবছর ১৪ জুন সারা বিশ্বে রক্তদাতা দিবস হিসেবে পালন করেন। রক্ত দানে মানুষ সুস্থ থাকে। এতে তাদের কর্মক্ষমতা বাড়ে। আর এতে করে মানুষ আর্থিকভাবেও লাভবান হয়।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সব সময় রক্ত সঞ্চালন বিভাগ নিয়ে গর্ব করে। রক্ত সঞ্চালন বিভাগটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ অক্টোবর নিজে উদ্বোধন করেন। রক্ত সঞ্চালন বিভাগটি ইতিহাসের অংশ।
পদ্মাসেতু প্রসঙ্গে তিনি বলেন, মানুষের আর্থিকভাবে ভালো রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর মত বড় বড় প্রকল্প চালু করেন। এই সেতু চালু হওয়ার পর দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।
এর আগে সকালে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস-২০২২ পালিত হয়েছে। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের সামনে দিবসটি উপলক্ষে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আয়েশা খাতুন, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন, কাউন্সিলর ও মিডিয়া সেলের সমন্বয়ক সুব্রত বিশ্বাস প্রমুখ।
বিশ্ব রক্তদাতা দিবসে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘ডোনেটিং ব্লাড ইজ অ্যান অ্যাক্ট অব সোলিডারিটি, জয়েন দ্য ইফোর্ট অ্যান্ড সেভ লাইভ’ অর্থাৎ রক্তদান একটি সম্মিলিত প্রয়াস, এ প্রয়াসে সংযুক্ত হন, রক্তদান করুন ও জীবন বাঁচান।’
Discussion about this post