হার্টবিট ডেস্ক
হৃদরোগীদের নির্বিঘ্নে সেবা প্রদান করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চালু হয়েছে‘হার্ট ফেলিউর ক্লিনিক’।
আজ শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ৪র্থ তলায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ এ ক্লিনিকের উদ্বোধন করেন।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, দেশের বিভিন্নপ্রান্তে হৃদরোগ আক্রান্ত রোগীরা ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্নভাবে চিকিৎসাসেবা নিচ্ছেন। এসব হৃদরোগীদের যথাযথ তত্ত্বাবধানে না থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হৃদরোগ বিভাগে চালুকৃত ‘হার্ট ফেলিউর ক্লিনিক’ এসকল রোগীদের একই ছাদের নিচে এনে যথাযথ তত্ত্বাবধান করবে।
তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত হাসপাতালে ভর্তি ও ভর্তি ছাড়া রোগীদের তথ্য একসঙ্গে সংগ্রহে রাখবে এ বিভাগ। এতে দেশের হৃদরোগে আক্রান্ত জনসাধারণ সম্পর্কে সম্যক ধারণা করা সম্ভব হবে, গবেষণার সুযোগ আরও বৃদ্ধি পাবে। হৃদরোগীদের দীর্ঘমেয়াদী চিকিৎসার একটি সুনির্দিষ্ট গাইড লাইন তৈরি করা হবে বলেও জানান তিনি।
হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হকের সভাপতিত্বে ও অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ইউজিসি অধ্যাপক ডা. সজলকৃষ্ণ ব্যানাজী। এসময় উপস্থিত ছিলেন হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তপাদার, ডীনবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, অফিস প্রধানগণ, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, নার্স, টেকনোলজিস্ট, ল্যাব টেকিনিশয়ান ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।
Discussion about this post